MIPS Polytechnic Institute

Institute Code:

বেতন আদায়ের সময় সূচী ও নিয়মাবলী 

 

১। মাসিক বেতন পরবর্তী মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। 

 

২। নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে প্রতি মাসের জন্য ০৫ টাকা জরিমানাসহ জমা দিতে হবে। 

 

৩। বেতন বহি হারিয়ে গেলে বা নষ্ট হলে অধ্যক্ষ বরাবর আবেদনপূর্বক ৫০ টাকা জরিমানা প্রদান সাপেক্ষে নতুন বহি সংগ্রহ করতে হবে। 

 

৪। পরীক্ষার আগে সমস্ত পাওনাদি পরিশোধ করতে হবে। 

 

৫। নতুন শিক্ষাবর্ষের বেতনাদি প্রদানের পূর্বে বিগত বছরের বেতন আদায় বই জমা  দান পূর্বক নতুন বছরের বই সংগ্রহ করতে হবে। 

 

৬। প্রতি বছর জানুয়ারী মাসের মধ্যে বেতনসহ বাৎসরিক সেশন ফি পরিশোধ করে স্ব স্ব শ্রেণিতে তাদের নাম তালিকাভুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত করতে ব্যর্থ হলে তাদের স্থলে নতুন ছাত্র/ছাত্রী ভর্তি করানো হবে। 

MIPS Polytechnic Institute © 2023. All Rights Reserved

Software Design & Developed by: Rajesh Bhattacharjee